অন্য সব খেলা
এখন মাঠে

রাজধানীর হাতিরঝিলে 'রান ফর মিশন-২০৪১' ম্যারাথন

রাজধানীর হাতিরঝিলে উৎসবমুখর পরিবেশে হয়ে গেল 'রান ফর মিশন-২০৪১' ম্যারাথন, অংশ নিলেন দুই হাজারের বেশি রানার। স্বাস্থ্যকর জীবনধারায় উৎসাহ দিতে এ ধরনের আয়োজন আরও প্রয়োজন বলে বলছেন অংশগ্রহণকারীরা।

ভোরের আলো ফোটার আগেই রাজধানীর হাতিরঝিলের পিচঢালা রাস্তায় জড়ো হন ম্যারাথনে অংশগ্রহণকারীরা। ভোর ৬টায় শুরু হয় দুই হাজারের বেশি রানারের দৌড়। ৮ কিলোমিটার পাড়ি দেন একেকজন দৌড়বিদ।

অংশগ্রহণকারী একজন বলেন, 'আমরা নিয়মিত ম্যারাথন করি। ৭.৫ কিলোমিটার আমাদের জন্য নিয়মিত দৌড়। তারপরও আয়োজন খুব সুন্দর।'

অংশগ্রহণকারীরা বলেন, সবার মাঝে উদ্দীপনা তৈরিতে সহায়ক ভূমিকা পালন করে এমন আয়োজন।

'স্মার্ট বাংলাদেশ রান' ব্যানারে এই ম্যারাথনের আয়োজন করে আইসিটি বিভাগ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্প। ম্যারাথনের উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তিনি বলেন, 'সব ভয়কে জয় করে আজ আমরা যেমন আমাদের লক্ষ্য পূরণ করবো। একইভাবে আগামী ১৭ বছর আমরা ঐক্যবদ্ধ হয়ে ২০৪১ সালের রূপকল্প পূরণের উদ্দেশ্যে নিজেদের ভেতরের ভয়কে জয় করে এগিয়ে যাবো।'

৩০ জন শারীরিকভাবে সক্ষমতা না থাকা ব্যক্তি হুইলচেয়ারে বসে ম্যারাথনে অংশ নেন। পরে পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে শেষ হয় এই আয়োজন।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর