ইপিএল: ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে চেলসির ড্র

ম্যানচেস্টার সিটি-চেলসির ম্যাচ
ম্যানচেস্টার সিটি-চেলসির ম্যাচ | ছবি: সংগৃহীত
0

ইপিএলে শেষের নাটকীয়তায় বড় ধাক্কা খেয়েছে লিভারপুল ও ম্যানচেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামে চেলসির বিপক্ষে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারায় পেপ গার্দিওলার দল।

বিরতির আগে তিজানি রেইনডার্সের গোলে এগিয়ে থাকলেও ৯৪ মিনিটে এনজো ফার্নান্দেজের গোলে সমতা ফেরায় কোচবিহীন চেলসি। ফলে শিরোপা দৌড়ে থাকা সিটি এখন শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে ছয় পয়েন্ট পিছিয়ে। এদিকে ক্র্যাভেন কটেজে ফুলহামের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে লিভারপুল। প্রথমার্ধে হ্যারি উইলসনের গোলে ফুরহাম এগিয়ে গেলেও ম্যাচের ৫৭ মিনিটে সমতা ফেরান ফ্লোরিয়ান ভির্টজ।

আরও পড়ুন:

ম্যাচের শেষ মুহূর্তে কোডি গাকপোর গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় লিভারপুল। তবে ম্যাচের যোগ করা সময়ে দুর্দান্ত শটে সমতা ফেরান হ্যারিসন রিড। এই ড্রয়ে লিভারপুল লিগ টেবিলে চতুর্থ স্থানে নেমে গেছে । অন্যদিকে লিডসের মাঠে পিছিয়ে পড়েও ১-১ গোলে ড্র করেছে ম্যানইউ।

ইএ