বাংলাদেশ নারী ফুটবল লিগে ২৩ গোলে ফরাশগঞ্জের জয়

ফরাশগঞ্জ স্পোটিং ক্লাব
ফরাশগঞ্জ স্পোটিং ক্লাব | ছবি: সংগৃহীত
0

বাংলাদেশ নারী ফুটবল লিগে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের কাছে ২৩-০ গোলের বিশাল ব্যবধানে হেরেছে কাচারিপাড়া একাদশ ক্লাব।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে কিক অফের পর ৩৮ সেকেন্ডে প্রথম গোলের দেখা পায় ফরাশগঞ্জ। মুহুর্মুহু গোলে প্রতিপক্ষকে চাপে ফেলে ফরাশগঞ্জের ফুটবলাররা।

তবে ম্যাচের ২১ মিনিটে উত্তপ্ততা ছড়ায় দুদলের খেলোয়াড়দের হাতাহাতিতে। কয়েক দফায় ম্যাচ কমিশনানের সঙ্গে আলোচনার পর খেলা পুনরায় শুরু হয়।

আরও পড়ুন:

৩৭ মিনিটে নেপালের আরেক ডিফেন্ডার সামিক্ষার গোলে লিড ৫-০ করে পুরান ঢাকার ক্লাবটি। ৮-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ফরাশগঞ্জ। বিরতির পর আরও ১৫ গোল হয়।

শামসুন্নাহার জুনিয়র ও অধিনায়ক মারিয়া মান্ডা করেন জোড়া হ্যাট্রিক। হ্যাট্রিক পেয়েছেন তহুরা খাতুনও। জোড়া গোল করেন শামসুন্নাহার সিনিয়র। এক গোল করেছেন মনিকা চাকমা, সামিক্ষা ঘিমিরে, অনামিকা ত্রিপুরা, মানুচিং মারমা, প্রীতি ও তৃষা। হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই দলের একাধিক খেলোয়াড়।

এফএস