জর্ডানের বিপক্ষে ম্যাচের চার মিনিটেই স্কোরশিটে নাম তোলেন মরক্কোর ওসামা তান্নানে। মাঝমাঠ থেকে তার দারুণ এক লবে বল জড়ায় জর্ডানের জালে। প্রথমার্ধে এরপর ভালো কিছু সুযোগ আসলেও গোল করতে পারেনি কোনো দলই। তবে ম্যাচের মোড় ঘুরতে থাকে দ্বিতীয়ার্ধে।
আরও পড়ুন:
৪৮ মিনিটেই গোল করেন জর্ডানের আলী ওলোয়ান। মিনিট বিশেক পরেই পেনাল্টি থেকে জর্ডানকে লিড এনে দেন এ স্ট্রাইকার। ম্যাচ যখন একেবারেই এশিয়ান দেশটির পক্ষে তখনই সমতায় ফেরে মরক্কো।
৮৭ মিনিটে আব্দুর রাজ্জাক হামদাল্লাহ কর্ণার থেকে পাওয়া বলে স্কোর করেন ২-২। অতিরিক্ত সময়ে ফের গোল করেন হামদাল্লাহ। ১০০ মিনিটে তার করা ওই গোলেই আরব কাপের শিরোপা উঁচিয়ে ধরে মরক্কো।





