জর্জিয়ার বিপক্ষে স্পেনের জয়ের নায়ক মিকেল ওইয়ারসাবাল। জাতীয় দলের জার্সিতে নিজের ৫০তম ম্যাচটি দুই গোল আর এক অ্যাসিস্টে রাঙিয়েছেন তিনি।
স্প্যানিশদের হয়ে বাকি দুই গোল করেন মার্টিন জুবিমেন্দি ও ফেররান তোরেস।
প্রতিযোগিতামূলক ফুটবলে এ নিয়ে টানা ৩০ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়েছে স্পেন।
আরও পড়ুন:
এর আগে ভিসেন্তে দেল বস্কের অধীনে ২০১৩ থেকে ১৩ সাল পর্যন্ত টানা ২৯ ম্যাচ অপরাজিত ছিল স্প্যানিশরা।
গ্রুপে নিজেদের শেষ ম্যাচে তুরস্কের কাছে সাত গোলের কম ব্যবধানে হারলেই বিশ্বকাপ নিশ্চিত হবে দলটির।
রাতের অন্য ম্যাচগুলোতে জয় পেয়েছে অস্ট্রিয়া, তুরস্ক ও সুইজারল্যান্ড।





