দীর্ঘদিনের বাজে ফলের পর গেল মাসে রুবেন আমোরিমের অধীনে প্রথমবার টানা তিন জয় পেয়েছে রেড ডেভিলরা। যদিও পয়েন্ট টেবিলে এখনো ৮ম স্থানে আটকে আছে তারা। জয় পেলেই উঠে আসবে টেবিলের দুইয়ে।
রাতের অন্য ম্যাচে টেবিলের চারে থাকা সান্ডারল্যান্ডের প্রতিপক্ষ লিগ লিডার আর্সেনাল। এছাড়া অপর দুই ম্যাচে ওয়েস্ট হাম খেলবে বার্নলির বিপক্ষে। আর এভারটন ঘরের মাঠে আতিথ্য দেবে ফুলহামকে।





