তিনি আজ (বৃহস্পতিবার, ৩০ অক্টোবর) বরিশালে এখন টেলিভিশনের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।
তাবিথ আউয়াল বলেন, ‘দেশে সুস্থ সমাজ গড়ে তোলার লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। দেশের জেলা উপজেলা পর্যায়ে মাঠ খোঁজা হচ্ছে। সরকারি কিংবা বেসরকারিভাবে মাঠ পাওয়া গেলে তা খেলার কাজে ব্যবহার করা হবে। এজন্য বরিশালসহ দেশের বিভিন্ন প্রান্তে ছুটে যাচ্ছি আমরা। তৃণমূল পর্যায়ে তরুনরা যেন খেলাধূলায় অংশ নিতে পারে তা নিশ্চিত করতে চলছে এ চেষ্টা।’
আরও পড়ুন:
তিনি জানান, এ ব্যাপারে বরিশালের জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছেন তিনি। জেলা প্রশাসক তাকে এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন।
আজ সকাল সাড়ে ১০টায় বরিশালের জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠক করেন তাবিথ আউয়াল। একই উদ্দেশে বরিশাল বিভাগের অনান্য জেলাও পরিদর্শন করার কথা রয়েছে তার।





