হাঁটুর অস্ত্রোপচারের পর লম্বা সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে। পুরোপুরি সেরে উঠতে সময় লাগবে আরও চার থেকে ৫ মাস। ২০২১ সালে বার্সেলোনার চতুর্থ সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে অভিষেক হয় তার। ১৫৫ ম্যাচে গোল করেছেন ১০টি, জিতেছেন ৫টি ট্রফি।
এই মৌসুমে ৫ ম্যাচে ৪ জয়ে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের চেয়ে ৫ পয়েন্ট পিছিয়ে তারা। আগামী বৃহস্পতিবার ওবেইডোর মুখোমুখি হবে তারা।
আরও পড়ুন:
এর আগের মৌসুমেও এসিএল চোটে পড়ায় ১১ মাস মাঠের বাইরে কাটাতে হয়েছে গাভিকে। সেই ডান হাঁটুতেই তিনি আবার চোট পেলেন। চলতি মৌসুমে লা লিগায় বার্সেলোনার হয়ে দুটি ম্যাচ খেলেন এই স্প্যানিশ তারকা। পরে গত আগস্টে চোট পান অনুশীলনের সময়।
এরপর থেকে ২১ বছর বয়সী মিডফিল্ডার মাঠের বাইরে আছেন। এসিএল চোট কাটিয়ে আগের মৌসুমে বার্সাকে শিরোপা জেতাতে অনন্য ভূমিকা রাখেন গাভি।





