হ্যান্সি ফ্লিকের অধীনে গেলো মৌসুমের মতই আগ্রাসী শুরু করেছে বার্সেলোনা। লিগে এরই মধ্যে ৪ ম্যাচে তারা প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছে ১৩ বার।
রাফিনহা, লেওয়ানডস্কিরা নিশ্চয়ই চ্যাম্পিয়ন্স লিগেও তেমনই শুরু চাইবেন। প্রতিপক্ষ নিউক্যাসেলের বিপক্ষে বার্সেলোনা সবশেষ খেলেছে ২০০২-০৩ মৌসুমে। সেবার দুই লেগেই জয় পেয়েছিল বার্সা। এবারও জয় পেতেই উন্মুখ থাকবেন লামিন ইয়ামাল, পেদ্রিরা।
আরও পড়ুন:
দিনের আরেক হাইভোল্টেজ ম্যাচে ইতালিয়ান চ্যাম্পিয়ন নাপোলির মুখোমুখি হবে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি।
যদিও গেলো মৌসুমের মতো এবারও খেই হারিয়ে ধুঁকছে পেপ গার্দিওলার সিটিজেনরা। ইপিএলে ৪ ম্যাচের ২টিতেই হেরেছে তারা। অন্যদিকে সিরিআতে উড়ছে নাপোলি। মুখোমুখি ৪ দেখায় ২ জয় সিটির, ১টিতে জয় নাপোলির।





