ম্যাচ জিততে না পারলেও ক্লাব বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি ৩৯ বছর ২ মাস ১৮ দিন বয়সে গোল করে ইতিহাসের পাতায় নাম ওঠায় সার্জিও রামোস।
এ গোলে রামোস ভেঙ্গেছেন হাভিয়ের জানেত্তি, নিকোলাস অতামেন্দি ও আনহেল দি মারিয়ার রেকর্ড। তারা সবাই ৩৭ বছর বয়সে ফিফা ক্লাব বিশ্বকাপে গোল করেন। আসরে নিজেদের প্রথম ম্যাচে ইন্টার মিলানের মুখোমুখি হয়েছিলে মন্টেরেই।
রোজ বোল স্টেডিয়ামে ইন্টারের সঙ্গে ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছড়ে রামোসের দল। ম্যাচের ২৫ মিনিটেই সাবেক স্প্যানিশ ডিফেন্ডারের গোলেই এগিয়ে যায় মেক্সিকান ক্লাবটি। যদিও ৪২ মিনিটে লাউতারো মার্তিনেজের গোলে সমতায় ফেরে ইন্টার মিলান।