এল ক্লাসিকোয় চোটে ছিটকে গেলেন ভিনিসিয়াস ও ভাসকেস

রিয়াল ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র
রিয়াল ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র | ছবি: সংগৃহীত
0

এল ক্লাসিকোয় চোট পেয়ে দল থেকে ছিটকে গেলেন রিয়াল ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র ও ডিফেন্ডার লুকাস ভাসকেস।

বার্সেলোনার মাঠে রোববার লা লিগায় ৪-৩ গোলে হারা ম্যাচে চোট পান এই দুজন। পরীক্ষার পর বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানায়, ভিনিসিউসের বাঁ অ্যাঙ্কেল মচকে গেছে আর ভাসকেস বাঁ ঊরুর পেশির চোটে ভুগছেন।

প্রায় দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে ভিনিসিয়াসকে। এক সপ্তাহ থেকে ১০ দিনের মতো বাইরে থাকতে হতে পারে ভাসকেসকে।

বুধবার মায়োর্কার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। চোট ও নিষেধাজ্ঞা মিলিয়ে মূল দলের ৯ জন খেলোয়াড়কে এই ম্যাচে পাবেন না কোচ কার্লো আনচেলত্তি।

সেজু