ম্যানইউকে ৪-১ গোলে হারিয়ে টেবিলের চারে নিউক্যাসল ইউনাইটেড

ম্যানচেস্টার ইউনাইটেডকে ৪-১ গোলে হারিয়ে টেবিলের চারে নিউক্যাসল ইউনাইটেড
ম্যানচেস্টার ইউনাইটেডকে ৪-১ গোলে হারিয়ে টেবিলের চারে নিউক্যাসল ইউনাইটেড | Ekhon TV
0

সেন্ট জেমস পার্কে প্রিমিয়ার লিগের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৪-১ গোলে হারিয়েছে নিউক্যাসল ইউনাইটেড। ৩১ ম্যাচে ১৭ জয় ও ৫ ড্রয়ে ৫৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে তারা।

গত ডিসেম্বরে প্রথম দেখায় ম্যানচেস্টারকে ২-০ গোলে হারিয়েছিল নিউক্যাসল। ম্যাচের ২৪ মিনিটে আলেক্সান্দার ইসাক ও তোনালির দারুণ বোঝাপড়ায় এগিয়ে যায় নিউক্যাসল। ডি-বক্সের বাইরে জটলার মধ্যে দারুণ ভলিতে জাল খুঁজে নেন ইতালিয়ান মিডফিল্ডার তোনালি।

৩৭ মিনিটে পাল্টা আক্রমণে সমতা আনেন গার্নাচো। দ্বিতীয়ার্ধের ৪৯ মিনিটে নিউক্যাসলকে লিড এনে দেন হার্ভি বার্নস। ১৪ মিনিট পর প্রতিপক্ষের ভুলের সুযোগ দারুণভাবে কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় গোল করেন এই ইংলিশ মিডফিল্ডার।

৭৭ মিনিটে ম্যানইউ গোলকিপারের ভুলে ব্যবধান ৪-১ করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার গিমারেস। আসরে এই নিয়ে ১৪তম হারের স্বাদ পেল আমুরির দল। ৩২ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে নেমে গেছে তারা।

এসএইচ