উয়েফা নেশন্স লিগের সেমিতে জার্মানি, পর্তুগাল, স্পেন ও ফ্রান্স

ফুটবল
এখন মাঠে
0

উয়েফা নেশন্স লিগে জমজমাট কোয়ার্টার ফাইনালে ইতালিকে ৫-৪ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করলো জার্মানি। আরেক ম্যাচে ৫-৩ ব্যবধানে জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে ১ম আসরের চ্যাম্পিয়ন পর্তুগাল। এছাড়া নিজ নিজ ম্যাচে টাইব্রেকারে জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে স্পেন ও ফ্রান্স।

ডর্টমুন্ডে রোববার (২২ মার্চ) রাতে শেষ আটের ফিরতি লেগ ৩-৩ গোলে ড্রয়ের পর, দুই লেগ মিলিয়ে ৫-৪ ব্যবধানে জিতে পরের ধাপে উঠল জার্মানি। ম্যাচের একেবারে প্রথম মিনিট থেকে আক্রমণে ঝাঁপিয়ে পড়ে তারা। ১৫ মিনিটে তিন গোল করে বিরতির আগেই সব অনিশ্চয়তার ইতি টেনে দেয় জার্মানরা।

৩০ মিনিটে পেনাল্টি কিকে দলকে এগিয়ে নেন জসুয়া কিমিখ। ছয় মিনিট পর ব্যবধান আরো বাড়ান জামাল মুসিয়ালা। ৪৫ মিনিটে কিমিখের ক্রসে কাছ থেকে হেডে গোল করেন ফরোয়ার্ড ক্লাইনডিন্সট। দুই লেগ মিলিয়ে স্কোরলাইন দাঁড়ায় ৫-১।

দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে বক্সের বাইরে থেকে একটি গোল শোধ করেন মোইজে কিন। ৬৯তম মিনিটে ব্যবধান ৩-২ করেন ফিওরেন্তিনার তরুণ এই ফরোয়ার্ড।

৯৫ মিনিটে আরেকটি গোল শোধ করে আশা জাগানো রাসপাদোরি। তবে ঘরের মাঠে ২-১ ব্যবধানে হারায় কপাল পোড়ে ইতালির।

ঘরের মাঠে রোববার রাতে আক্রমণের বন্যা বইয়ে দিয়ে ৯০ মিনিটে ২-০ গোলে জিতে লড়াইয়ে টিকে থাকে ফ্রান্স। ৫২ মিনিটে ডি বক্সের খুব কাছ থেকে চমৎকার ফ্রি কিকে জাল খুঁজে নেন মাইকেল ওলিসে।

৮০ মিনিটে ক্রোয়াটদের প্রবল চাপে ফেলে স্কোরলাইন ২-০ করে ফ্রান্স। ওলিসের কাটব‍্যাক পেয়ে ঠান্ডা মাথায় জাল খুঁজে নেন দেম্বেলে। দুই লেগ মিলিয়ে স্কোরলাইন দাঁড়ায় ২-২।

অতিরিক্ত সময়ে দারুণ কয়েকটি সেভ করে ম্যাচ টাইব্রেকারে নিয়ে যান ক্রোয়েশিয়া গোলরক্ষক দমিনিক লিভাকোভিচ। সেখানে ব্যবধান গড়ে দেন ফরাসি গোলরক্ষক মাইক।

ভ্যালেন্সিয়াতে আক্রমণ-পাল্টা আক্রমণে ৯০ মিনিটে দুইবার, অতিরিক্ত সময় মিলিয়ে তিনবার এগিয়ে যায় স্পেন। প্রতিবার লড়াইয়ে ফিরে ম্যাচ টাইব্রেকারে টেনে নেয় নেদারল্যান্ডস।

সেখানেও লড়াই হয় দারুণ, শেষ পর্যন্ত অবশ্য পেরে উঠেনি ডাচরা। দুই লেগ মিলিয়ে ৫-৫ ড্র হয় ম্যাচ। পরে পেনাল্টি শুটআউটে ৫-৪ গোলের জয় পায় স্পেন।

ক্রিশ্চিয়ানো রোনালদোর পেনাল্টি মিস দিয়ে শুরু, এরপর ডেনমার্কের আত্মঘাতী গোল। তারপর ডেনিশদের এগিয়ে যাওয়ার উল্লাস এবং ব্যাকফুট থেকে পর্তুগালের ঘুরে দাঁড়ানো।

এভাবেই বারবার পেন্ডুলামের মতো দুলেছে ম্যাচের ভাগ্য। শেষ পর্যন্ত নাটকীয়তায় ঠাসা লড়াইয়ে জিতে উয়েফা নেশন্স লিগের সেমি-ফাইনালে জায়গা করে নেয় পর্তুগাল।

লিসবনে রোববার রাতে শেষ আটের ফিরতি লেগের ম্যাচটি ৫-২ গোলে জিতে রোনালদো বাহিনী। দুই লেগ মিলিয়ে ৫-৩ গোলে এগিয়ে থেকে সেমিতে গেলো ১ম আসরের চ্যাম্পিয়নরা।

ইএ