শেষ মুহূর্তের নাটকীয়তায় এভারটনের সাথে লিভারপুলের ড্র

ফুটবল
এখন মাঠে
0

শেষ মুহূর্তের নাটকীয়তায় এভারটনের সাথে ২-২ গোলে ড্র করেছে লিভারপুল। খেলার ১১ মিনিটে বেতোর গোলে লিড নেয় এভারটন। ১৬ মিনিটে ম্যাক অ্যালিস্টারের গোলে সমতা ফেরায় লিভারপুল।

১-১ গোলে সমতায় থেকে বিরতিতে যায় দুইদল। ৭৩ মিনিটে সালাহর গোলে ২-১ গোলে লিড নেয় লিভারপুল। অতিরিক্ত সময়ে ৯৮ মিনিটে আবদুল্লহ দুকুরের গোলে ২-২ সমতা ফেরায় এভারটন। উল্লাসে ফেটে পড়ে পুরো এভারটন।

খেলার শেষ মুহূর্তে মেজাজ হারিয়ে লাল কার্ড দেখেন আবদুল্লাহ দুকুরে ও কার্টিস জোন্স। ২৪ ম্যাচে ১৭ জয় ও ৬ ড্রয়ে ৫৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অল রেডরা।

এএইচ