এ মাসেই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। অথচ হেডকোচের বিরুদ্ধে বিদ্রোহ করা ১৮ ফুটবলারকে এখনও অনুশীলনে ফেরাতে পারেনি বাফুফে।
সংকট নিরসনে ফেডারেশন গঠিত বিশেষ কমিটি এরইমধ্যে প্রতিবেদন জমা দিয়েছে সভাপতি তাবিথ আউয়ালের দপ্তরে। সমস্যা সমাধানে বিদ্রোহী ফুটবলারদের সঙ্গে আলোচনা করেছেন নতুন সভাপতি। তারপরও অনড় সাবিনারা।
বাফুফে নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেন, 'সভাপতির সাথে তারা কথা বলেছে। সভাপতিকেই জিজ্ঞেস করা বেটার। আমার দিক থেকে এই সম্পর্কে কোনো কমেন্ট করা আসলে উচিত হবে না বা আমি করতেও চাই না। কারণ তদন্ত কমিটি সভাপতির কাছে রিপোর্ট দিয়েছে। তিনি সেটা নিয়ে কাজ করছেন।'
১৫ ফেব্রুয়ারির পর আসন্ন দুই ম্যাচের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করার কথা রয়েছে। শেষ পর্যন্ত গণ-অবসরের হুমকি দেয়া ফুটবলাররা তাদের অবস্থান থেকে না সরলে বাফুফের পরিকল্পনা কী থাকবে?
বাফুফে নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেন, 'প্ল্যান এ-ই আছে। এটাই ফিরে আসবে। এটাই আমরা প্রত্যাশা করি।'
ফুটবলাররা বিদ্রোহ ঘোষণার পর থেকেই তাদেরকে ফেরানোর জন্য নারী উইং চেয়ারম্যান আশার বেলুন ফুলিয়ে যাচ্ছেন। অন্যদিকে, হেডকোচ পিটার বাটলার ভাবছেন নতুনদের নিয়ে।
পিটার বাটলার বলেন, 'ভবিষ্যতের জন্য নতুন স্কোয়াড হবে।'
কোচের পরিকল্পনা বাস্তবায়ন হলে সাবিনা-সানজিদাদের ছাড়াই আরব আমিরাতের বিপক্ষে খেলতে হবে বাংলাদেশকে। ২৪ ফেব্রুয়ারি দুবাইয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে জাতীয় নারী ফুটবল দল।