রাত সাড়ে ১১ টায় সিটিজেনদের প্রতিপক্ষ চেলসি। তার আগে, রাত ৯ টায় পৃথক ম্যাচে খেলবে লিভারপুল ও আর্সেনাল। একই সময়ে ম্যাচ রয়েছে ব্রাইটন, এভারটন, নিউক্যাসল, নটিংহ্যাম ফরেস্টের।
এদিন, লা-লিগায় মাঠে নামছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। রাত ২ টায় লস ব্লাঙ্কোসদের প্রতিপক্ষ ভায়াদলিদ। এছাড়া, আলাদা ম্যাচে মাঠে নামবে আতলেটিকো, সেভিয়া ও রিয়াল বেতিস। তাছাড়া, বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখের মুখোমুখি ফ্রেইবুর্গ ও বরুশিয়া ডর্টমুন্ডের মোকাবিলা করবে ওয়ের্ডার।