মৌসুমে দারুণ শুরুর পর হঠাৎ করেই পথ হারিয়ে বসেছে স্লটের দল। এ বছর সব প্রতিযোগিতা মিলিয়ে চার ম্যাচের মধ্যে তাদের জয় কেবল একটি; ড্র দুটি, হার একটি।
২০ ম্যাচে ১৪ জয় ও ৫ ড্রয়ে ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে অল রেডরা। এক ম্যাচ বেশি খেলে ৪১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠেছে নটিংহ্যাম। ৪০ পয়েন্ট নিয়ে তিনে আর্সেনাল।
খেলার ৮ম মিনিটে উডের গোলে ১-০ তে এগিয়ে যায় নটিংহ্যাম। প্রথম ৬৫ মিনিটে লক্ষ্যে কোনো শট রাখতে পারেনি লিভারপুল।
৬৬ মিনিটে বদলি হিসেবে নেমে ২২ সেকেন্ড পরই দলকে সমতায় ফেরান জটা। আরেক ম্যাচে বোর্নমাউথের বিপক্ষে ২-২ ড্র করা চেলসি ২১ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে আছে টেবিলের চারে।