স্বপ্নময় এক রাত পার করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। দলের বড় জয়, নিজে করেছেন ২ গোল, সতীর্থদের দিয়েও করিয়েছেন গোল, সাথে দলও উঠে গেছে উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে।
সেই সাথে ইতিহাসের অংশ হয়ে গেল পর্তুগাল -পোল্যান্ড ম্যাচ। পর্তুগালের জার্সিতে রোনালদোর জয় এখন ১৩২টি। ছাড়িয়ে গেলেন দীর্ঘদিনের ক্লাব সতীর্থ সার্জিও রামোসকে। স্পেনের হয়ে ২০২১ সালে সবশেষ মাঠে নামা রামোসের ক্যারিয়ার থেমেছে ১৩১ জয় নিয়ে। ১২১ জয় নিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করেন রোনালদোর আরেক রিয়াল মাদ্রিদ সতীর্থ ইকার কাসিয়াস।
জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি বয়সে জোড়া গোল করার কীর্তিও এখন রোনালদোর। পোলান্ডের বিপক্ষে ম্যাচের ৭২ মিনিটে পানেনকা শটে গোল করেন। এরপর ৮৭ মিনিটে দারুণ এক বাইসাইকেল কিক থেকে দ্বিতীয় গোল করেন পর্তুগিজ সুপারস্টার। ৩৯ বছরে আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত গোল করেছেন ৭টি। চলতি নেশন্স লিগে ৫ গোল নিয়ে সবার উপরে তিনি।
সবচেয়ে বেশি ম্যাচ খেলা ও সর্বোচ্চ গোলের রেকর্ড ও তাঁর দখলে। ২১৭ ম্যাচ খেলে রোনালদোর গোল এখন ১৩৫টি।
এবছর ক্লাব আল নাসরের হয়েও দারুণ ফর্মে আছেন সিআর সেভেন। ১৫ ম্যাচে গোল করেছেন ১০টি, অ্যাসিস্ট করেছেন ৩ টি।