এটিপি চ্যালেঞ্জার ট্যুরের আওতাধীন উরুগুয়ে ওপেন দিয়ে প্রথমবার পেশাদার টেনিসে খেলতে নেমেছিলেন ২০১০ ফুটবল বিশ্বকাপের সেরা খেলোয়াড় ফোরলান।
ফুটবল মাঠের মতো টেনিসের কোর্টেও ইতোমধ্যেই শুভাকাঙ্ক্ষী ও সমর্থকের পাল্লা ভারী সাবেক ফুটবলার ফোরলানের।
মন্টেভিডিওর কারাসকো লন টেনিস সেন্টারের কোর্টে প্রবেশের সময়ই সেটা অনুধাবন করতে পেরেছেন ফোরলান।
ক্যারিয়ারের প্রথম ম্যাচে টেনিসের ডাবলসে সঙ্গী হিসেবে আর্জেন্টিনার ফেদেরিকো কোরিয়াকে পেয়েছিলেন। তবে ম্যাচ জিততে পারেননি। অবশ্য বলিভিয়ান জুটি বরিস আরিয়াস ও ফেদেরিকো জেবায়াসের কাছে ৬-১, ৬-২ গেমে সরাসরি সেটে হেরে গেলেও নেটে ঝলক দেখিয়েছেন ফোরলান।