লম্বা সময় পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের শীর্ষ পদগুলোতে পরিবর্তন এসেছে। যদিও বাফুফের নবনির্বাচিত কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেয়নি। তবে এরইমধ্যে তাদের নিয়ে প্রত্যাশার বীজ বপন করছেন দেশের ফুটবলপ্রেমীরা। সমর্থকদের আশা ক্লাব ফুটবলের মান বাড়ানোর দিকে নজর দেবে তাবিথ আউয়ালের নেতৃত্বাধীন কমিটি।
একজন ফুটবল সমর্থক বলেন, 'আমরা রাত জেগে রিয়াল মাদ্রিদ বা বার্সেলোনার খেলা দেখি। কিন্তু সেই খেলাটাই যদি বাংলাদেশের ফুটবলে ওইভাবে করা হতো তাহলে আমরা নিজেদের দেশের খেলা দেখতে পারতাম।'
অন্য একজন ফুটবল সমর্থক বলেন, 'প্রতিবছর তো একটা মৌসুম থাকে ফুটবলের, সেটা যে সময়ে শুরু হওয়ার কথা, যে টাইমে বলে সে টাইমেই যদি শুরু হয় তাহলে আমার মনে হয় যে আমাদের ফুটবলটা আরও এগিয়ে যাবে।'
সাফে শিরোপা খরা, র্যাংকিংয়ে অবনতিসহ নানা কারণে কাজী সালাউদ্দিনের আমলে সবচেয়ে বেশি সমালোচনা হয়েছে পুরুষ ফুটবল নিয়ে। দেশের ফুটবলপ্রেমীদের চাওয়া ছেলেদের ফুটবলে উন্নতির জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা সাজাবে বাফুফের নতুন কমিটি।
গেল কয়েক বছরে পারফরম্যান্সের মাধ্যমে সবচেয়ে বেশি আলোচনায় ছিল নারী ফুটবল দল। বড় উদাহরণ গত আসরে সাফের শিরোপা জয়।
একজন ফুটবল সমর্থক বলেন, '২০২২ সালে যে নারীরা চ্যাম্পিয়ন হওয়ার পরও তেমন ম্যাচ খেলার সুযোগ পায়নি। তারা যদি নিয়মিত ম্যাচ খেলতে পারতো তাহলে পুরো বিশ্বে রাজ করতো।'
অন্য একজন ফুটবল সমর্থক বলেন, 'তাদের স্যালারিটা না দেয়া হলে কষ্টের যে মূল্য সেটা থাকে না।'
যেকোনো দেশের ক্রীড়া উন্নয়নে বড় ভূমিকা রাখে তৃণমূল। সমর্থকদের মতো সাবেক ফুটবলার আলফাজ আহমেদ মনে করেন জাতীয় দরে পাইপলাইন মজবুত করতে তৃণমূল ফুটবলে মনোযোগ দেয়া জরুরি।
আলফাজ আহমেদ বলেন, 'কোথায় খেলা হচ্ছে এবং কোথায় খেলা হবে এটার শিডিউল তো ফুটবল ফেডারেশনই তৈরি করে দেবে। এবং তারাই এটা পর্যবেক্ষণ করবে। আমার মনে হয় এই জায়গাটা বাধ্যতামূলক করে দেয়া উচিত যে ডিএফইগুলো যদি লিগ না করে পরবর্তীতে তারা ভোটার হতে পারবে না বা তাদের জরিমানা করা হবে।'
শিগগিরই বাফুফের নবনির্বাচিত কমিটির আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেয়ার কথা রয়েছে।