ফুটবল
এখন মাঠে
0

অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের লক্ষ্য ফাইনাল

অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ফুটবল দলের প্রাথমিক লক্ষ্য ফাইনাল খেলা।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে অফিসিয়াল প্রেস কনফারেন্সে এমনটাই জানালেন, অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল।

আর প্রধান কোচ সাইফুল বারী টিটু বললেন, গ্রুপপর্বে ভারত ম্যাচ হবে চ্যালেঞ্জিং।

বয়সভিত্তিক টুর্নামেন্টটিতে ২০ সেপ্টেম্বর প্রথম ম্যাচ খেলবে লাল-সবুজ প্রতিনিধিরা। সে ম্যাচে প্রতিপক্ষ শক্তিশালী ভারত। একদিন বিরতি দিয়ে গ্রুপপর্বে ফয়সালরা নিজেদের শেষ ম্যাচ খেলবে মালদ্বীপের বিপক্ষে। পয়েন্ট টেবিলে এগিয়ে থাকা দু'দল পাবে শেষ চারে খেলার সুযোগ।

দক্ষিণ এশিয়া শ্রেষ্ঠত্বের আসর খেলতে, সকাল ৯ টা ১০ মিনিটের একটি ফ্লাইটে থিম্পুর উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ফুটবল দল।

কোচ বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ফুটবল দল কোচ সাইফুল বারী টিটু বলেন, 'ইন্ডিয়ার সাথে প্রথম খেলা এটা অবশ্যই খুবই ডিফিকাল্ট ম্যাচ। কারণ গতবার আমরা দেখেছি ইন্ডিয়ার খেলাটা। এবার তারা খেলার প্রস্ততি ইন্দোনেশিয়াতে নিয়েছে। এবং সর্বশেষ ভুটানে যাওয়ার আগে লাদাখে প্রস্ততি নিচ্ছে।'

বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ফুটবল দল অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল বলেন, 'আমি এটা বলবনা যে আমরাও চ্যাম্পিয়ন হয়ে আসব কিন্তু আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করবো। আমাদের প্রাথমিক লক্ষ্য ফাইনাল খেলা। তারপর আমরা চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করবো।'