ফুটবল
এখন মাঠে
0

আর্জেন্টিনা নাকি কলম্বিয়া— কে হবে কোপা আমেরিকা সেরা?

আর্জেন্টিনা নাকি কলম্বিয়া? কে হবে কোপা আমেরিকা সেরা? আমেরিকা অঞ্চলের সেরা হলেই পাবে বড় অংকের অর্থ পুরস্কার। প্রায় ১৮৮ কোটি টাকা যাবে চ্যাম্পিয়নদের ঘরে। আর ফাইনালে রানারআপ দলের জন্য কনমেবলের বরাদ্দ ৮৩ কোটি টাকা। এছাড়া টুর্নামেন্ট তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দলের জন্যও রয়েছে আলাদা আলাদা অর্থ পুরস্কার।

সোমবার (১৫ জুলাই) যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে ভোর ৬টায়।

বর্তমান ও সাবেক ১০ বিশ্ব চ্যাম্পিয়নদের নিয়ে গড়া এই আয়োজনে এরই মধ্যে মাঠে গড়িয়েছে ৩১টি ম্যাচ। ১৬ দলের কোপা আমেরিকায় অপেক্ষা এবার ফাইনাল ব্যাটলের।

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার লক্ষটা বেশ পরিস্কার। শিরোপা ধরে রাখার মিশনে নামবে আকাশী সাদারা। অন্যদিকে, ২০০১ সালে মেক্সিকোকে হারিয়ে সবশেষ আমেরিকা অঞ্চলের সেরা হয়েছিল কলম্বিয়া। প্রায় ২ যুগের শিরোপা খরা কাটাতে মরিয়া হামেস রদ্রিগেজের দল।

দু’দলই ফাইনালের মঞ্চে এসেছে অপারাজিত থেকেই। এছাড়া কলম্বিয়া গ্রুপ পর্বে রুখে দিয়েছিলো ব্রাজিলের মতো দলকেও।

কোপার ৪৮তম আসরে বড় অংকের প্রাইজমানি ঘোষণা করেছে কনমেবল। অংশ নেয়া ১৬ দলের প্রত্যেকেই পাবে ২ মিলিয়ন ডলার করে। টাকায় যা ২৩ কোটির বেশি।

এছাড়া সেমিফাইনাল খেলা ৪ দল থেকে বাদ পড়া দুই দলের মধ্যে হওয়া তৃতীয় স্থানে থাকা উরুগুয়ে পাবে ৫৯ কোটি টাকা। আর কানাডার কোষাগারে যাবে ৪৭ কোটি টাকার অর্থ পুরস্কার।

ফাইনালের মঞ্চ মাতানো আর্জেন্টিনা কলম্বিয়া মধ্যে জয়ী দলের জন্য বরাদ্দ থাকবে প্রায় ১৮৮ কোটি টাকা। আর রানারআপ দল পাবে ৮৩ কোটি টাকা।

এবারের ফাইনালটা দুদলের জন্যই বিশেষ কিছু। উরুগুয়ের সাথে ১৫ কোপা জয়ে যৌথভাবে শীর্ষে রয়েছে মেসির আর্জেন্টিনা। এবারের আসর জিতলে এককভাবে শীর্ষস্থান দখলে নিবে আলবেসিলেস্তারা। আর কলম্বিয়ার ঘরে শিরোপা উঠলে প্রায় দুই যুগ পর কোপার শিরোপা জয়ের স্বাদ পাবে দেশটি।

ইএ