ফুটবল
এখন মাঠে
0

আর্জেন্টিনা-কলম্বিয়া ফাইনাল ম্যাচে ব্রাজিলিয়ান পাঁচ রেফারি

কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনা আর কলম্বিয়া ম্যাচে দায়িত্ব পালন করবেন ৫ জন ব্রাজিলিয়ান রেফারি। এরমধ্যে মূল রেফারি হলেন ব্রাজিলের রাফায়েল ক্লাউস।

এছাড়া সহকারী দুজন হলেন ব্রুনো পিরেস ও রদ্রিগো কোরেয়া। এমনটাই নিশ্চিত করেছে দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল এবং চতুর্থ ও পঞ্চম রেফারি দায়িত্ব পালনে থাকবেন প্যারাগুয়ের হুয়ান বেনিতেজ ও এদুয়ার্দো কারদোজা।

এর বাইরেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির দ্বায়িত্বে থাকবেন ব্রাজিলের রডোলফো টস্কি। আর সহকারি ভিএআর রেফারির দায়িত্বও পেয়েছন ব্রাজিলিয়ান দানিলো মানিস। ২০১৫ সাল থেকে আন্তর্জাতিক ফুটবলে ম্যচ পরিচালনা করছেন ক্লাউসি।

এছাড়া ফিফার, কনমেবল আয়োজিত বয়স ভিত্তিক একাধিক আসরেও ম্যাচ পরিচালনা করেছেন তিনি। শুধু তাইনা ৪৪ বছরের এই ম্যাচ পরিচালককে অন্যতম সেরা বলেও মূল্যয়ন করা হয় কনমেবলে।