জমে উঠেছে নারী সুপার লিগের আসর

ফুটবল
এখন মাঠে
0

ইংলিশ প্রিমিয়ার লিগের মতো জমে উঠেছে নারী সুপার লিগও। আর এই লিগে সবার উপরে ম্যানচেস্টার সিটি নারী দল। ২০ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ৫২ পয়েন্ট। অন্যদিকে দুই ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা চেলসির সংগ্রহ ৪৬ পয়েন্ট।

গত কয়েক বছরে প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি সফলতা অর্জন করেছে ম্যানচেস্টার সিটি। যে ধারাবাহিকতা এ বছরও অব্যাহত রেখেছে সিটিজেনরা। তবে প্রিমিয়ার লিগে আকাশী নীলদের ছেলেরা যতোটা সফল তার থেকে অনেকটাই পিছিয়ে মেয়েদের সুপার লিগে। সবশেষ ৭ মৌসুমে চারবার রানার আপ হলেও শিরোপা ছুঁয়ে দেখতে পারেনি ইংলিশ জায়ান্টরা।

এবার বেশ ভালোভাবেই নারী সুপার লিগের শিরোপা লড়াইয়ে টিকে রয়েছে সিটিজেনরা। এখন পর্যন্ত ২০ ম্যাচে তাদের সংগ্রহ ৫২ পয়েন্ট। যা নারী সুপার লিগে তাদের নিয়ে গেছে সবার উপরে। হাতে বাকি রয়েছে মাত্র দুই ম্যাচ। সবশেষ ৫ ম্যাচের সবগুলোতেই জয় পেয়েছে আকাশী নীল জার্সিধারী নারীরা। আর বাকি দুই ম্যাচে বড় কোনো অঘটন না ঘটলে ৭ বছর পর সুপার লিগের শিরোপা ম্যান সিটির হাতে উঠার সম্ভাবনা রয়েছে।

এই দৌঁড়ে তাদের প্রধান প্রতিপক্ষ চেলসি নারী দল। সিটিজেনদের থেকে দুই ম্যাচ কম খেলে তাদের সংগ্রহ এখন পর্যন্ত ৪৬ পয়েন্ট। তবে ব্লুজরা গোল ব্যবধানে ম্যান সিটি থেকে বেশ পিছিয়ে রয়েছে। যদিও সুপার লিগে সবচেয়ে বেশি সফল চেলসি। সবশেষ ৭ আসরে ৬টিতে চ্যাম্পিয়ন তারা। আর এবার শীর্ষে থাকা সিটিজেনদেরও চোখ রাঙাচ্ছে তারা।

নারী সুপার লিগ আসরের প্রথম চ্যাম্পিয়ন আর্সেনাল নারী দলের অবস্থান পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে। ২০ ম্যাচে ৪৪ পয়েন্ট তাদের ঝুলিতে। তবে লিগে বাকি দুই ম্যাচে জয় পেলেও তাদের পয়েন্ট হবে ৫০। এরপরও টেবিলের শীর্ষে থাকা ম্যান সিটির থেকে পিছিয়ে থাকবে আর্সেনাল।

অন্যদিকে নারী চ্যাম্পিয়ন্স লিগে খেলার টিকিট পেতে লড়াই করছে ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুল। ২০ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলে চারে আছে রেড ডেভিলরা। অন্যদিকে এক ম্যাচ কম খেলে অলরেডদের অর্জন ৩২ পয়েন্ট। লিগ শেষে শীর্ষ চার দল সরাসরি খেলবে নারী চ্যাম্পিয়ন্স লিগে।

শিরোনাম
দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছো প্রধান উপদেষ্টা ড. ইউনূসের, বৈষম্যহীন, সুখী-সমৃদ্ধ, শান্তিময় ও আনন্দপূর্ণ বাংলাদেশ গড়ে তোলাই এবার বাংলা নববর্ষের অঙ্গীকার: প্রধান উপদেষ্টা ড. ইউনূস; বিগত বছরের গ্লানি, দুঃখ-বেদনা, অসুন্দর ও অশুভকে ভুলে নতুন প্রত্যয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে
You sent 'নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান' প্রতিপাদ্যে আনন্দ শোভাযাত্রা চলছে, রয়েছে 'ফ্যাসিবাদের মুখাকৃতি'সহ ২১টি মোটিফ, অংশ নিয়েছেন ২৮টি জাতিগোষ্ঠীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ
বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখে গান-আনন্দ শোভাযাত্রাসহ দেশজুড়ে নানা আয়োজন
রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে গাজায় নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন
ইয়েমেনের রাজধানী সানার কাছে একটি কারখানায় মার্কিন হামলায় নিহত কমপক্ষে ৬, আহত ২০
দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছো প্রধান উপদেষ্টা ড. ইউনূসের, বৈষম্যহীন, সুখী-সমৃদ্ধ, শান্তিময় ও আনন্দপূর্ণ বাংলাদেশ গড়ে তোলাই এবার বাংলা নববর্ষের অঙ্গীকার: প্রধান উপদেষ্টা ড. ইউনূস; বিগত বছরের গ্লানি, দুঃখ-বেদনা, অসুন্দর ও অশুভকে ভুলে নতুন প্রত্যয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে
You sent 'নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান' প্রতিপাদ্যে আনন্দ শোভাযাত্রা চলছে, রয়েছে 'ফ্যাসিবাদের মুখাকৃতি'সহ ২১টি মোটিফ, অংশ নিয়েছেন ২৮টি জাতিগোষ্ঠীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ
বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখে গান-আনন্দ শোভাযাত্রাসহ দেশজুড়ে নানা আয়োজন
রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে গাজায় নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন
ইয়েমেনের রাজধানী সানার কাছে একটি কারখানায় মার্কিন হামলায় নিহত কমপক্ষে ৬, আহত ২০