ফুটবল
এখন মাঠে
0

টানা দ্বিতীয় হ্যাটট্রিকের দেখা পেলেন রোনালদো

সৌদি প্রো লিগে টানা দ্বিতীয় হ্যাটট্রিকের দেখা পেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সিআরসেভেন ঝড়ে আবহাকে ৮-০ গোলে হারিয়েছে আল নাসর। এনিয়ে চলতি মৌসুমে তিনটি হ্যাটট্রিক করলেন ৩৯ বছর বয়সী এই ফুটবলার।

এদিন প্রথমার্ধেই নিজের ৬৫তম হ্যাটট্রিক আদায় করে নেন রোনালদো। এরমধ্যে দুটি গোলই ছিল ফ্রি কিকে। বাকিটা করেন গোল কিপারের মাথার উপর দিয়ে ট্যাপ ইনে। হ্যাটট্রিক ছাড়াও রোনালদোর পা থেকে এসেছে দুই অ্যাসিস্টও। ফলে প্রথমার্ধে ৫-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আল নাসর।

দ্বিতীয়ার্ধে আরও তিন গোল হলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসর। এ জয়ের ফলে টেবিলের শীর্ষে থাকা আল হিলাল সাথে আল নাসরের ব্যবধান এখন ১২ পয়েন্টের।

যদিও এরই মধ্যে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ ও সৌদির ঘরোয়া কাপ প্রতিযোগীতা থেকে ছিটকে গেছে আল নাসর। চলতি মৌসুমে সব প্রতিযোগীতা মিলিয়ে রোনালদোর গোল সংখ্যা ৩৫ ম্যাচে ৩৬। যা সৌদি প্রো লিগে সর্বোচ্চ।

ইএ