ভিন্ন ভিন্ন ম্যাচ হলেও গোল সংখ্যা একই। কারিশমা দেখিয়ে নিজেদের দলকে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে তুলেছেন দুই স্ট্রাইকার হ্যারিকেন ও কিলিয়ান এমব্বাপে। দুইজনই করেছেন জোড়া গোল। গড়েছেন চমকে যাওয়ার মতো কীর্তি।
পিএসজিতে নিজের শেষ মৌসুমেও চোখ ধাঁধানো পারফরম্যান্স করে মুগ্ধ করেছেন দলের অন্যতম ফরোয়ার্ড কিলিয়ান এমব্বাপে। ফুটবল মাঠে বল নিয়ে যেন স্প্রিন্ট খেলতে নেমেছেন এই ফরোয়ার্ড। ৯.৫৮ সেকেন্ডে ১০০ মিটার স্প্রিন্ট জিতে ২০০৯ সালে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সবাইকে তাক লাগিয়েছিলেন উসাইন বোল্ট। এবার একজন ফুটবলার হয়ে সেই রেকর্ড ভাঙ্গার দ্বারপ্রান্তে তরুণ এই তারকা ফুটবলার।
রিয়াল সোসিয়েদাদের মাঠে এমবাপ্পে ১০০ মিটার দৌঁড়েছেন ১০.৯ সেকেন্ডে। যা কিনা স্প্রিন্ট কিংবদন্তি উসাইন বোল্টের সেই বিশ্ব রেকর্ড গড়া দৌঁড়ের চেয়ে এক সেকেন্ডের সামান্য বেশি। শুধু কি দৌঁড়ের গতি। দলকে শেষ আটে পৌঁছাতে করেছেন জোড়া গোল। আর তাতে দুই লেগ মিলিয়ে ৪-২ ব্যবধানে জিতে রাউন্ড অব সিক্সটিন শেষ করেছে প্যারিসের ক্লাবটি।
এবার আসা যাক চ্যাম্পিয়ন্স লিগে রাতে বায়ার্ন মিউনিখ আর লাৎসিওর ম্যাচে কেইনের অনন্য কীর্তিতে। লাৎসিওর বিপক্ষে মাত্র এক গোলে পিছিয়ে থেকে ঘরের মাঠে খেলতে নামে কেইন,মুলাররা।
দুই লেগ শেষে ৩-১ ব্যবধানে জার্মানের ক্লাবটির কোয়ার্টাল ফাইনালে উঠার নায়ক ইংলিশ এই ফুটবলার কেইন। দ্বিতীয় লেগ জোড়া গোলে দলের জয় নিশ্চিতের পাশাপাশি ইউরোপে প্রথম ব্রিটিশ খেলোয়াড় হিসেবে উয়েফার ক্লাব প্রতিযোগিতায় ন্যূনতম ৫০ গোলের মাইলফলক ছুঁলেন কেইন। লিগে এ নিয়ে ২৭ টি গোল করলেন ইংলিশ ফরোয়ার্ড।