৫ বছর আগে ইসরাইল ফুটবলের সাথে যুক্ত হয় জার্মান ব্র্যান্ড পুমা। নানা কারণে বিতর্কিত দেশ ইসরাইল ফুটবলে এবার আর্থিক সঙ্কটের সম্ভাবনা তৈরি হয়েছে। কারণ দেশটির ফুটবলের পৃষ্ঠপোষকতা বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে পুমা।
অনেক আগে থেকেই ইসরাইল ফুটবল অ্যাসোসিয়েশনকে স্পন্সর করা নিয়ে পুমা দীর্ঘদিন ধরে বয়কটের মুখোমুখি হয়ে আসছে। তবে গাজায় গত দুই মাস ধরে ইসরাইলি আক্রমণের কারণে এই আহ্বান আরও তীব্র হয়।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হচ্ছে বয়কটের ডাক দেয়ার ঘোষণায় চুক্তি বাতিল করেননি তারা। রয়টার্সকে দেয়া এক ই-মেইল বার্তায় পুমার মুখপাত্র জানান, সার্বিয়া, ইসরাইলসহ বেশ কয়েকটি দেশের ফুটবল সংস্থার সঙ্গে তাদের কোম্পানির চুক্তির মেয়াদ ২০২৪ সালের আগেই শেষ হওয়ার কথা। এই চুক্তি আর নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।
মুখপাত্র আরও জানান, কয়েকটি দেশের সঙ্গে চুক্তি বাতিল হলেও পুমা দ্রুত বেশ কয়েকটি নতুন জাতীয় দলের সঙ্গে স্পন্সরশিপ চুক্তি করবে।
২০১৮ সাল থেকে ইসরাইলি ফুটবলারদের ক্রীড়াসামগ্রী সরবরাহের জন্য চুক্তি করে পুমা। তারপর থেকে কোম্পানিটি নিজেদের কর্মীদেরও বয়কট আহ্বানের মুখোমুখি হয়েছে।
তাদের অভিযোগ, ইসরাইলি ফুটবল দল পশ্চিম তীরে অবৈধ ইসরাইলি বসতির ফুটবলারদেরও তাদের দলে অন্তর্ভুক্ত করে, যা আন্তর্জাতিক আইন অনুসারে অবৈধ।
সে কারণে বিভিন্নভাবে বিতর্কে জড়িয়ে যাচ্ছিলো জার্মানভিত্তিক আন্তর্জাতিক ব্র্যান্ডটি। এছাড়া নানা বিতর্কে পড়ে কোম্পানিটির শেয়ার বাজারেও ধ্বসের সম্ভাবনা থাকায় পুমা এমন সিদ্ধান্ত নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।