ইউরোপিয়ান ফুটবলে টাকা ওড়ে। সে টাকার জোরে উড়ে যায় কম দামের দলগুলো। বছরের পর বছর ধরে এভাবেই চলছে। ট্রান্সফার উইন্ডোতে যে যত বেশি খরচ করতে পারে, তার দল তত ভারী হয়, মাঠের খেলায় তারই প্রভাব থাকে। তবে ফুটবল আশ্চর্য বিনোদনের খেলা, যেখানে হিসাব-নিকাশ মেলানো দায়।
মাঠে নেমেছিল পরাক্রমশালী বার্সেলোনা। ইউরোপে ক্লাবটির দাপট প্রতিষ্ঠিত। ব্র্যান্ডভ্যালুও অনেক, স্কোয়াডের পেছনেও কম টাকা খরচ করেনি কাতালানরা। এবারের মৌসুমে বার্সা যে দলটি গঠন করেছে তার পেছনে খরচ করতে হয়েছে ৮৬২ মিলিয়ন ইউরো। বাংলাদেশি অংকে যা ১০ হাজার কোটি টাকারও বেশি।
বার্সার মাঠে তাদের প্রতিপক্ষ ছিল জিরুনা। তাদের স্কোয়াডের দর ৭০০ মিলিয়ন ইউরো'র কম। অর্থাৎ জিরুনার স্কোয়াডমূল্য মাত্র ১৬১ মিলিয়ন। তারপরও এই জিরুনার কাছেই হারতে হয়েছে বার্সেলোনাকে। তাও আবার নিজেদের মাঠে।
চলতি মৌসুমে দারুণ ছন্দে আছে জিরুনা। বার্সেলোনাকে ৪-২ গোলে হারিয়ে তারা উঠে গেছে টেবিলের শীর্ষে। অন্যদিকে, এমন হার শিরোপার রেইস থেকে আরো দূরে সরিয়ে দিয়েছে জাভির দলকে।
আবার ইংলিশ প্রিমিয়ার লিগের দিকে তাকালে দেখা যায়, সেখানেও ঘটেছে এমন একটি অঘটন। প্রায় বিলিয়ন ইউরো খরচ করে দল গঠন করা চেলসির বিপক্ষে জয় তুলে নিয়েছে দলবদলের বাজারে অনেক কম খরচ করা এভারটন।
মালিকানা পরিবর্তনের পর দল গড়তে দেদারসে অর্থ উড়ানো চেলসির বর্তমান স্কোয়াড মূল্য ৯৯৯ মিলিয়ন ইউরো। অন্যদিকে দল গড়তে ৩৫০ মিলিয়ন ইউরো খরচ করেছে এভারটন। দিনশেষে টেবিলের ১৭ নম্বরে থাকা দলটির কাছে ২-০ গোলে হারতে হয়েছে চেলসিকে।