ক্রীড়াঙ্গনকে সারাবিশ্বে তুলে ধরতে সাংবাদিক-ক্রীড়ামোদীদের একসঙ্গে কাজ করার আহ্বান

বিসিবি সভাপতি বুলবুল ও বাফুফে সভাপতি তাবিথ আউয়াল
বিসিবি সভাপতি বুলবুল ও বাফুফে সভাপতি তাবিথ আউয়াল | ছবি: এখন টিভি
0

দেশের ক্রীড়াঙ্গনকে বিশ্ব মানচিত্রে তুলে ধরতে সাংবাদিক ও ক্রীড়ামোদীদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। ক্রীড়াঙ্গনের উন্নয়নের লক্ষ্যে স্পোর্টস সেন্টার ও স্পোর্টস এডুকেশন চালু করতে চান বুলবুল। অন্যদিকে ক্রিকেট-ফুটবলের পাশাপাশি অন্যান্য খেলাধুলায়ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে চান বাফুফে সভাপতি। আজ (সোমবার, ৩ নভেম্বর) ক্রীড়ালেখক সমিতি আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।

বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত হোম অব বিএসপিএর উদ্বোধন করেন বিসিবি ও বাফুফে সভাপতি। দেশের ক্রীড়াঙ্গনে সাংবাদিক ও ক্রীড়ামোদীদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান তারা।

দেশের অন্যতম জনপ্রিয় খেলা ক্রিকেটের প্রধান হলেও, অন্য খেলাগুলোতে মনোযোগী হওয়ার আহ্বানও জানিয়েছেন বিসিবি প্রধান। ক্রিকেটের স্বার্থে নিজেদের নেয়া উদ্যোগের কথাও জানান তিনি।

আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘আমরা যদি সবাই কিছু কিছু কন্ট্রিবিউশন করতে পারি, যেমন স্পোর্টস সাইন্স, স্পোর্টস মেডিসিন, স্পোর্টস সাইকোলজি, একটা পরিপূর্ণ বায়োমেকানিক্যাল ল্যাব এবং সেখানে আমরা সব স্পোর্টসকে আমন্ত্রণ জানাই। এ প্রোগ্রামটার পেছনে আমি গত ৫ থেকে ৬ মাস ধরে কাজ করে চলেছি। বিএসপিএ-সহ যারা আমাদের এ সংবাদগুলো প্রচার করেন, তাদের সাহায্য নিয়ে আমরা সব স্পোর্টস ফেডারেশনগুলো মিলে এরকম একটা স্পোর্টস সেন্টার বা সাইন্স এবং এডুকেশন সেন্টার তৈরি করতে পারি, তাহলে মনে হয় আমরা সবাই লাভবান হবো।’

আরও পড়ুন:

একই সুর বাফুফে সভাপতির কণ্ঠেও। অ্যাথলেটরা যাতে ক্রীড়া ক্ষেত্রে সর্বোচ্চ সুবিধা ভোগ করতে পারে সেজন্য সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করতে চান তিনি। দেশের ক্রীড়াঙ্গনকে বিশ্বমঞ্চে তুলে ধরতে ইতিবাচক ভাবমূর্তি তৈরির আহ্বানও জানান তাবিথ আউয়াল।

তাবিথ আউয়াল বলেন, ‘আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, আপনাদের লেখার মাধ্যমে আপনারা আমাদের ইন্সপায়ার করেন এবং আপনাদের লেখার মাধ্যমে স্পোর্টস যে ধরনের ইম্প্যাক্ট তৈরি করছে বাংলাদেশে সেটাকেও মাঝেমধ্যে আপনারা তুলে ধরবেন।’

ক্রিকেট ফুটবলের পাশাপাশি সব খেলাকে এক কাতারে আনতে ক্রীড়া সাংবাদিকদের বিকল্প নেই। তাইতো আন্তর্জাতিক পর্যায়ে দেশের সব স্পোর্টসকে তুলে ধরার গুরুত্ব অসীম। কিন্তু যেকোনো স্পোর্টস ব্র্যান্ডিংয়ে মূলত দরকার নিয়মিত সাফল্য। তাইতো দেশের সব খেলাতেই খেলোয়াড়দের যথাযথ চাহিদা ও সুযোগ সুবিধা নিশ্চিত করার তাগিদ দেন দেশের শীর্ষ জনপ্রিয় দুই খেলার কর্তারা।

এসএইচ