ওয়ানডে ফরম্যাটে দেশের ক্রিকেট দীর্ঘ ৩৯ বছর পার করলেও আইসিসির বড় কোনো ইভেন্টে এখনো যেন ভারত, নিউজিল্যান্ডের মতো বড় দলগুলোর কাছে নেহাতই শিশু বাংলাদেশ।
অন্তত চ্যাম্পিয়ন্স ট্রফির আসরে মিরাজ, মুশফিকদের খেলার ধরন তারই বার্তা দিয়েছে বলছেন ক্রিকেটপাড়ার সাবেকরা। তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দলের পারফরম্যান্স মাঠে আশার চেয়ে হতাশাই ছড়িয়েছে বেশি। এমনটি মনে করেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ এবং সাবেক ব্যাটার ইশতিয়াক আহমেদ।
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ব্যাটার ইশতিয়াক আহমেদ বলেন, ‘টপ ক্লাস ক্রিকেট খেলা কিংবা প্রতিপক্ষের সাথে ভালো ক্রিকেট খেলা বা জেতার মতো ইনিংস খেলার যে ব্যাপার সেটা আমাদের থাকলেও তা ধারাবাহিকভাবে করতে পারি না।’
সাবেক অধিনায়ক খালেদ মাসুদ বলেন, ‘টিমের মধ্যে যে পারফরম্যান্সের অ্যাটিচিউট তা আমাদের মধ্যে এখনো তৈরি হয়নি।’
চ্যাম্পিয়নস ট্রফিতে গ্রুপ পর্বে ভারত ও কিউইদের বিপক্ষে যেখানে ৩০০ বেশি রান করেও জয় নিশ্চিত করা ছিল চ্যালেঞ্জিং সেখানে ২৫০ এর ঘরই অতিক্রম করতে পারেনি টাইগাররা।
এমনকি সবশেষ তিন দলের বিপক্ষে ম্যাচ দেখলেই আরো বেশি স্পষ্ট হবে টাইগারদের সামর্থ্য। এক ম্যাচে শুধু দলের সংগ্রহ তিনশোর উপরে।
এর কারণ হিসেবে বিসিবির অপরিকল্পনাসহ, যোগ্য জায়গায় যোগ্য ব্যক্তির অভাব ক্রিকেটারদের জবাবদিহিতার জায়গা পরিষ্কার না থাকায় এমন অবস্থা দলের বলছেন সাবেকরা।
সাবেক অধিনায়ক খালেদ মাসুদ বলেন, ‘সমন্বয়ের অভাব রয়েছে। বিসিবি কখনো ভাবেনি আমরা চ্যাম্পিয়ন হতে চাই। আমি আমার পরবর্তী প্রজন্মকে কীভাবে আরো ওপরের দিকে নিয়ে যাবো। সেই জায়গাগুলো ক্রিকেট বোর্ড কখনোই করে না। আমরা অনেক দীর্ঘ সময় নষ্ট করেছি।’
ইশতিয়াক আহমেদ বলেন, ‘কেবল একটা উইকেটেই খেলি। ঘুরের ফিরে ঢাকাতেই। আমার প্রতিনিয়ত মানসম্পন্ন উইকেটে খেলছি না।’
চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিতে খেলার আশার আলো নিভে গেছে বাংলাদেশের। তবে শেষ ম্যাচ পাকিস্তানের বিপক্ষে অন্তত জয় দিয়ে আসর শেষ করার আশা করছেন সাবেক এই দুই ক্রিকেটার।