যে কোনো টুর্নামেন্ট শুরুর আগে মাঠের খেলার সঙ্গে আলোচনায় থাকে প্রাইজমানি। দীর্ঘ ৮ বছর পর অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাইজমানি ঘোষণা করতে বেশ খানেকটা সময় নেয় আইসিসি। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটেছে। আসর শুরুর মাত্র পাঁচদিন আগে বিশাল অঙ্কের প্রাইজমানি ঘোষণা করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে আইসিসি।
১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মিনি বিশ্বকাপের পুরস্কার মূল্য ধরা হয়েছে ৬ দশমিক ৯ মিলিয়ন ডলার। যা সবশেষ আসরের চেয়ে ৫৩ শতাংশ বেশি!
এবারের আসরে শিরোপা জয়ী দল পাবে ২ দশমিক ২৪ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় যেটি প্রায় ২৯ কোটি টাকা। রানার্স-আপ দলেরও হতাশ হওয়ার সুযোগ নেই। শিরোপা না জিতলেও ১ দশমিক ১২ মিলিয়ন ডলার পকেটে পুরবে দলটি। যা বাংলাদেশ টাকায় সাড়ে ১৩ কোটি টাকারও বেশি।
এত গেল শুধু ফাইনালে খেলা দুই দলের হিসাব। আর ফাইনালে উঠতে না পারা দুই সেমিফাইনালিস্ট পাবে ৫ লাখ ৬০ হাজার ডলার। যা বাংলাদেশি টাকায় সাড়ে ৬ কোটির টাকারও বেশি।
অংশগ্রহণকারী সব দলের জন্যই থাকছে আর্থিক পুরস্কার। গ্রুপপর্বে প্রতি ম্যাচে জয়ী দল পাবে ৩৪ হাজার ডলার করে। বাংলাদেশি টাকায় যা ৪১ লাখ টাকা। পঞ্চম ও ষষ্ঠ স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করা দল পাবে সাড়ে ৩ লাখ ডলার। আর আসরের সবশেষ অবস্থানে থাকা দল দুটি পাবে ১ লাখ ৪০ হাজার ডলার করে। এছাড়াও আসরে প্রতিটি অংশগ্রহণকারী দল পাবে ১ লাখ ২৫ হাজার ডলার।
প্রতিযোগিতামূলক আসরে পেশাদার ক্রিকেটারদের লক্ষ্য থাকে কেবল মাঠের খেলায়। তারপরও পুরস্কারের অঙ্ক নিশ্চয়ই অনুপ্রাণিত করে তাদেরকেও।