ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সির টেস্টিং পুলে একঝাঁক ভারতীয় ক্রিকেটার

0

চলতি বছরে ডোপ টেস্টের মুখোমুখি হতে হচ্ছে ভারতের বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে। ভারতের ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি নাডা তাদের ২০২৫ সালের ডোপ টেস্টের জন্য একটি তালিকা প্রকাশ করেছে।

তালিকায় নাম রয়েছে সূর্যকুমার যাদব, জসপ্রীত বুমরাহ এবং হার্দিক পান্ডিয়ার। এই তিন তারকা ছাড়াও রিশাভ পন্ত, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, আরশদীপ সিং, সঞ্জু স্যামসন, তিলক বর্মারা আছেন।

নারী ক্রিকেটারদের মধ্যে শেফালি বর্মা, রেণুকা সিংহ ঠাকুর, দীপ্তি শর্মার নামও আছে। নাডার নিয়মানুযায়ী, তালিকায় থাকা ক্রিকেটারদের তারা বছরের কোন সময় কোথায় থাকবেন তা জানাতে হবে।

নাডা কর্তৃপক্ষ খেলোয়াড়দের নমুনা সংগ্রহের জন্য নির্দিষ্ট সময়ে তাদের কাছে পৌঁছাবে। তিনবার পরপর পরীক্ষার জন্য না পৌঁছালে, খেলোয়াড়কে ডোপিংয়ের দায়ে শাস্তি ভোগ করতে হতে পারে।

এএম