ক্রিকেট
এখন মাঠে
0

দ্বিতীয় টেস্টে আজ পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা

আজ (শুক্রবার, ৩০ আগস্ট) রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। পাকিস্তানের সাথে প্রথম টেস্ট জিতে উজ্জীবিত শান্ত-মিরাজদের লক্ষ্য এখন ওয়েস্ট ইন্ডিজের পর বিদেশের মাটিতে আরও একটি সিরিজ জয়ের। বিপরীতে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে পরিবর্তিত একাদশ সাজানোর পরিকল্পনা পাকিস্তানের।

ঐতিহাসিক টেস্ট জয়ের রেশ কাটতে না কাটতেই এবার ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের সামনে বাংলাদেশ। প্রথম টেস্টে টাইগারদের ১০ উইকেটের জয় পুরো সিরিজের দৃশ্যপটই বদলে দিয়েছে।

উজ্জীবিত বাংলাদেশের সামনে কোণঠাসা হয়ে আছে শান মাসুদদের সিরিজ বাঁচানোর লড়াই। চার পেসারের পরিকল্পনা থেকেও সরে এসেছে পাকিস্তান। সিরিজ নির্ধারণী ম্যাচে পাক শিবিরে থাকছেন না শাহিন আফ্রিদি।

অন্যদিকে প্রথম টেস্টে বড় জয় পেলেও বাংলাদেশের একাদশেও আসতে পারে পরিবর্তন। আগের ম্যাচে বাবর আজমের উইকেট নিলেও পেসার নাহিদ রানার জায়গায় তাসকিন আহমেদ দলে আসতে পারেন।

তবে, দলে পরিবর্তন আসলেও প্রথম ম্যাচের মতো শেষ ম্যাচেও বাংলাদেশের লক্ষ্য জয়।

tech