দুনিয়ার সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএল। যেখানে কোটি কোটি টাকা অর্থ বিনিয়োগ করে ভারতের প্রথম সারির ধনাঢ্য ব্যাক্তি ও কর্পোরেট গ্রুপ। মুকেশ আম্বানিসহ, বলিউড কিং শাহরুখ খান, প্রীতি জিনতা সবাই যেন প্রতিযোগিতায় নামে অর্থ ব্যয় করে নিজেদের দলকে সেরা বানাতে।
এতো অর্থ বিনিয়োগের পরও ক্রিকেটারদের নিয়ে মালিকপক্ষের পড়তে হয় নানা বিড়ম্বনায়। পছন্দের ক্রিকেটারদের দলে ভেড়াতে নিলামে টাকার থলি নিয়ে বসে ফ্র্যাঞ্চাইজিরা। কিনে নেয় টি-টোয়েন্টি ক্রিকেটের তারকাদের।
তবে আসর শুরুর আগে নানা কারণে অনেক বিদেশি ক্রিকেটার নিজেদের নাম প্রত্যাহার করে নেয়। অনেক সময় বিষয়টি থাকে যৌক্তিক। মাঝেমধ্যে ফ্র্যাঞ্চাইজিরাও জানে না কেন কি কারণে খেলবে না সে ক্রিকেটার।
এমন সমস্যা থেকে বাঁচতে এবার জরিমানা ও নিষিদ্ধ করার বিধান চাচ্ছে ১০ ফ্র্যাঞ্চাইজি মালিক। এমন আচরণ করা বিদেশি ক্রিকেটারদের ২ বছরের নিষেধাজ্ঞারও দাবি করেন তারা।
কিন্তু নাম প্রত্যাহারের কারণ যদি যৌক্তিক থাকে যেমন ইনজুরি, জাতীয় দলের খেলা কিংবা পারিবারিক সমস্যা সেক্ষেত্রে এ শাস্তির আওতার বাইরে থাকবেন ক্রিকেটাররা।
শুধু নাম প্রত্যাহারই না। বিদেশি ক্রিকেটাররা আরও এক বিরম্বনায় ফেলে আইপিএলের দলগুলোকে। তা হলো নিলামের মেগা আসরে নিজের নাম না দিয়ে ছোট ছোট আসরে নাম অন্তর্ভুক্ত করেন অনেক বিদেশি ক্রিকেটার।
কারণ হিসেবে ফ্র্যাঞ্চাইজি মালিকরা বলছেন, বাড়তি দাম পাবার আশায় আইপিএলের ছোট ছোট নিলামে নাম উঠায় অনেক বিদেশি ক্রিকেটাররা। সেখানে বড় বড় তারকা ক্রিকেটারদের নাম বেশি না থাকায় ভালো অর্থ আয়ের সুযোগ থাকে তাদের। সে উদ্দেশ্যে মেগা আসর থেকে সরে আসে অনেক বিদেশি তারকা ক্রিকেটাররা।
ফ্র্যাঞ্চাইজিগুলোর চাওয়া এতো অর্থ বিনিয়োগের পর ক্রিকেটারদের এসব আচরণ গ্রহণযোগ্য নয়। তাই লাগাম টানার দাবি ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই'র কাছে।