ক্রিকেট
এখন মাঠে
0

বিশ্বকাপ ব্যর্থতার তদন্ত রিপোর্ট প্রকাশ করা উচিত

শ্রীলঙ্কার বিপক্ষে দলটাই টি-টোয়েন্টি বিশ্বকাপে গোছানো ও চাপমুক্ত হয়ে খেলতে পারবে বলে মনে করেন সাবেক অধিনায়ক ও ক্রিকেট বিশ্লেষকরা। তবে বিশ্বকাপে সাকিবের অন্তর্ভুক্তি নিয়ে আছে ভিন্নমত। অন্যদিকে ওয়ানডে বিশ্বকাপের ব্যর্থতাগুলো গণমাধ্যমে আসা উচিত বলে মনে করেন তারা।

ওয়ানডে বিশ্বকাপের পর টাইগারদের পরবর্তী মিশন টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগে অবশ্য বাংলাদেশ খেলবে ১১টি শর্টার ফরম্যাটের ম্যাচ। যার প্রথম তিনটির মধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে দু’টিতে হার বাংলাদেশের।

লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারলেও তিন ফরম্যাটের নতুন অধিনায়ক নাজমুল শান্ত’র ক্যামিওতে দারুণ কিছুর সম্ভাবনা দেখছেন সাবেক অধিনায়ক ও ক্রিকেট বিশ্লেষকরা।

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের টিম এ বছর যেটা হতে যাচ্ছে তা ভারত বিশ্বকাপের থেকে ভালো টিম। আবার এটাও সত্য, এই টিম যদি ৫০ ওভারের বিশ্বকাপ খেলতো তাহলে আরও ভালো ফলাফল করতো।’

ক্রিকেট বিশ্লেষক এম এম কায়সার বলেন, ‘এই যে শ্রীলঙ্কার সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ হেরে গিয়েছি কিন্তু ওয়ানডে সিরিজ যেভাবে শুরু করেছি তাতে পুরো দল দেখে মনে হচ্ছে পেছনে যে সমস্যা ছিল বা দলটা চাপের মধ্যে ছিল তা থেকে কিন্তু বেরিয়ে  আসতে পেরেছে। সাকিব এই বিশ্বকাপ দলে অবশ্যই থাকবে তাতে কোনো সন্দেহ নেই। শুধু সাকিব না, আমাদের বোলিংয়ে বড় ধরনের পরিবর্তন আসবে। খুব সম্ভবত মোহাম্মাদ সাইফুদ্দিনকে এই দলে যুক্ত করা গেলে টি-টোয়েন্টিতে শক্তিমত্তা বৃদ্ধি পাবে।

যুক্তরাষ্ট্র ও ওয়েস্টইন্ডিজে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে যাওয়ার আগে গণমাধ্যমের খবর ওয়ানডে বিশ্বকাপে টাইগারদের ভরাডুবির কারণ। এছাড়া গঠিত তদন্ত কমিটির রিপোর্ট নিয়েও চলছে ধোঁয়াশা। তবে ভারত বিশ্বকাপের ব্যর্থতার বিষয়গুলো প্রকাশ্যে আনার দাবি জানিয়েছেন বিশ্লেষকরা।

এম এম কায়সার আরও বলেন, ‘এই তদন্ত রিপোর্ট তাদেরকে নিয়ে পরবর্তীতে আলোচনা করলে বা যে কারণে তদন্ত রিপোর্ট করা হয়েছে; যাদেরকে নিয়ে করা হয়েছে তারাও কিন্তু জানেন না। কেন বাংলাদেশ ব্যর্থ হয়েছে, তা কমিটি বের করেছে। সেই সুপারিশগুলো যদি প্রকাশ করা হয় তাহলে এটা সবার জন্যই ভালো হবে।’

বিশ্ব আসরে বাংলাদেশের উপস্থিতি মানেই নানা ধরনের বিতর্কের সৃষ্টি। কখনো দল নিয়ে, কখনো বা দলের বাইরের নানা বিষয় নিয়ে। আসন্ন বিশ্বকাপের আগে অতীতের চিত্রনাট্য আর না হোক, এমন প্রত্যাশা সমর্থকদের।

ইএ