বুলবুল বলেন,‘মাদ্রাসায় লাখ লাখ ছাত্র রয়েছে। সেখান থেকেও যদি প্রতিভাবান ক্রিকেটার উঠে আসে, সেটি দেশের ক্রিকেটের জন্য ইতিবাচক হবে। আমরা সেই লক্ষ্যেই পরিকল্পনা করছি।’
আরও পড়ুন:
এ সময় তিনি বলেন, ‘বিস্তারিত কিছু এখনও ঠিক হয়নি। তবে আমরা পরিকল্পনা করেছি, আর তা বাস্তবায়নের জন্যই এগোচ্ছি।’
গতকাল বিসিবির নতুন কমটির প্রথম বোর্ড সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে রাজধানী ঢাকার একটি হোটেলে সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বিসিবির নবনিযুক্ত সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সহ-সভাপতি ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেনসহ ২২ জন পরিচালক উপস্থিত ছিলেন।
পরিচয়-পর্ব শেষে সম্মিলিতভাবে ক্রিকেটকে এগিয়ে নেবার কথা জানান বিসিবি সভাপতি। ক্রিকেট বিকেন্দ্রীকরণের লক্ষ্যে মাদ্রাসা ক্রিকেট ও তৃণমূল ক্রিকেট নিয়ে আছে বিশেষ পরিকল্পনা। নানা প্রতিকূলতা থাকলেও ডিসেম্বরে আয়োজন করতে চান বিপিএলের আসর।





