৬ বারে হলো স্বপ্ন পূরণ। অধরা স্বপ্নে মিললো প্রাপ্তির ছোঁয়া। মাথায় মুকুট উঠিয়ে শ্রীলঙ্কা নারী ক্রিকেটারদের শেষ হলো দীর্ঘদিনের শিরোপা জয়ের আক্ষেপ।
এশিয়া কাপে সবগুলো আসরে ছিল লঙ্কান নারীদের অংশগ্রহণ তবে হয়নি কখনো শিরোপা উল্লাস। আসরের সবচেয়ে বেশি শিরোপা জয়ী ভারতকে হারিয়ে সেই কাজটা করে দেখালো স্বাগতিকরা।
ফাইনালে ডাম্বুলায় টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে ভারত। জবাবে খেলতে নেমে ১৮ ওভার ৪ বলে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলঙ্কা।
বড় লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হয়নি শ্রীলঙ্কার। ভুল বোঝাবুঝিতে রান আউটে প্যাভিলিয়নের ফেরেন ভিসমি গুনারত্নে। ১ রান করে এই ওপেনার সাজঘরে ফেরায় ৭ রানে ভাঙে লঙ্কানদের উদ্বোধনী জুটি। এর পর আতাপাত্তু আর সামারিকমা মিলে রোমাঞ্চ জাগিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় লঙ্কানরা। পরের গল্পটা সবারই জানা। আতাপাত্তু আউট হলে পিচে টিকে থাকে এশিয়া কাপের শিরোপা ভারতের থেকে ছিনিয়ে আনে সামারিকমা ও দিলহারি।
ঐতিহাসিক এই জয়ে প্রায় সাড়ে ২৩ লাখ টাকা জিতলো লঙ্কান নারীরা। আর ফাইনালে হেরে ১৪ লাখ ৬৬ হাজার টাকাতে সন্তুষ্ট থাকতে হলো আসরের অপ্রতিরোধ্য ভারতকে।