প্রতিবন্ধীদের সম্মাননা দিলেন ঢাকা-১০ আসনের জামায়াত প্রার্থী

প্রতিবন্ধীদের ‘অপ্রতিরোধ্য সম্মাননা’ দিয়েছেন ঢাকা-১০ আসনের জামায়াত প্রার্থী
প্রতিবন্ধীদের ‘অপ্রতিরোধ্য সম্মাননা’ দিয়েছেন ঢাকা-১০ আসনের জামায়াত প্রার্থী | ছবি: এখন টিভি
0

আগামীকাল (বুধবার, ৩ ডিসেম্বর) আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডিতে সাইয়্যেদেনা কমিউনিটি সেন্টারে প্রতিবন্ধীদের ‘অপ্রতিরোধ্য সম্মাননা’ দেয়া হয়েছে।

আজ (মঙ্গলবার, ২ ডিসেম্বর) দুপুরে জামায়াতে ইসলামী মনোনিত ঢাকা-১০ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মো. জসীম উদ্দীন সরকারের উদ্যোগে এ সম্মাননা দেয়া হয়।

আরও পড়ুন:

এতে আরও উপস্থিত ছিলেন জামায়াতের স্থানীয় নেতাকর্মীরাসহ বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন। সমাজের প্রতিবন্ধকতাগুলো দূর হলে প্রতিবন্ধীদেরও কোনো প্রতিবন্ধকতা থাকবে না বলেও জানান বক্তারা।

এসএইচ