তারেক রহমান বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে বিএনপি বরাবরই একটি শান্তিকামী, সহনশীল এবং গণমুখী রাজনৈতিক দল। ভিন্ন দল-ভিন্ন মনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করা, এটা বিএনপির রাজনৈতিক সংস্কৃতির অংশ। দেশের জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করার স্বার্থেই বিএনপির রাজনীতি।’
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভিন্নমতকে গণতন্ত্রের শক্তি হিসেবে উল্লেখ করেছেন। এছাড়া ‘নোট অব ডিসেন্ট’ গণতান্ত্রিক সংস্কৃতিরই অংশ বলেও জানান তিনি।
তিনি বলেন, ‘ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে জনগণের ভোটের মাধ্যমে জনগণের প্রতি দায়বদ্ধ, তাদের কাছে জবাবদিহিতামূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠাই বর্তমান অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান কর্তব্য। অবশ্যই কোনো দলের ব্যক্তিগত স্বার্থ বাস্তবায়ন করা এ সরকারের কাজ নয় এবং এ কারণেই বিএনপি এ সরকারের প্রতি কোনোরকম চাপ প্রয়োগের পরিবর্তে ভিন্ন মতের জায়গাগুলোতে নোট অব ডিসেন্ট দিয়েছে। এটাকেই বিএনপি ডিসেন্ট রে বলে মনে করে।’
আরও পড়ুন:
গণতন্ত্রের পথ রুদ্ধ করতে অতীতের অপশক্তির মতো, ফ্যাসিবাদী শক্তি গুপ্ত কৌশল ব্যবহার করছে কি না, তা খতিয়ে দেখার পরামর্শ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখারও আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ‘৫ আগস্টের পতিত পরাজিত অপশক্তি কোনো দলের আড়ালে গুপ্ত কৌশলে ভূমিকা রেখে দেশকে অস্থিতিশীল করে তোলার সুযোগ যাতে না পায়। গুপ্ত বাহিনীর সেই অপকৌশল থেকে রক্ষা পাওয়ার জন্য অন্যতম প্রধান কৌশল হচ্ছে ১টি—ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় এবং বহাল রাখা। এ কারণেই বিএনপি, অন্তর্বর্তী সরকার এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের রাজপথের সঙ্গীদের সঙ্গে সমঝোতা ও সহযোগিতার দৃষ্টিভঙ্গি সমুন্নত রেখেছে।’
এছাড়া সম্প্রীতির বাংলাদেশ গড়তে ধর্মীয় পরিচয়কে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করার আহ্বানও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।





