কয়েকজন মিলে আইন তৈরি করলেই গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর | ছবি: সংগৃহীত
1

কয়েকজন মিলে আইন তৈরি করলেই গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না, কেবল নির্বাচিত সরকারই পারে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে। তাতে ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ (শুক্রবার, ১০ অক্টোবর) রমনার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ৯০ এর গণঅভ্যুত্থানে শহিদ জেহাদ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব বলেন তিনি।

আরও পড়ুন:

আমলাতন্ত্রকে একটি নির্দিষ্ট দলের পকেটে নেয়ার চেষ্টা চলছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘নির্বাচনের সময় প্রশাসন নিরপেক্ষ থাকতে হবে।’

ধানের শীষ নিয়ে বিরূপ মন্তব্য কেন? এমন প্রশ্ন তুলে তিনি বলেন, ‘কোন দলের প্রতীক পাওয়া না পাওয়া নিয়ে বিএনপির কোনো মন্তব্য নেই।’

বিএনপি সংস্কারের বিপক্ষে নয় উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘সংস্কার বিএনপিই শুরু করেছে। অনুষ্ঠানে নব্বইয়ের গণঅভ্যুত্থানের সম্মুখ সারির নেতারা স্মৃতিচারণ করেন।’

সেজু