‘রাজনৈতিক দলগুলো এত শক্ত হলে জাতীয় সংকট মোকাবিলা সম্ভব হবে না’

কথা বলছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল
কথা বলছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল | ছবি: এখন টিভি
0

রাজনৈতিক দলগুলো এত শক্ত হলে জাতীয় সংকট মোকাবিলা সম্ভব হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ (সোমবার, ৬ অক্টোবর) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলো এত শক্ত হলে জাতীয় সংকট মোকাবিলা সম্ভব হবে না।’ তাই সকলকে নির্বাচনের আগে জুলাই সনদ ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে আবারও আলাপ আলোচনার মাধ্যমে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আগানোর পরামর্শ দেন তিনি।

একইসঙ্গে ভারত প্রসঙ্গে তিনি বলেন, ‘ভারতের জনগণ আমাদের শত্রু নয়, আধিপত্য বিস্তারকারীরাই আমাদের শত্রু। ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায় অনেকে তবে তা সমঝোতার ভিত্তিতেই হতে হবে, বাণিজ্যিক বৈষম্য করে, পানি না দিয়ে বাংলাদেশ থেকে সব নিয়ে গেলে সে সম্পর্ক সুসম্পর্ক হবে না।’

এছাড়াও ইসলামপন্থীদের এবং দেশপ্রেমী কিছু লোকদের দুইভাগ করে দেয়ার জন্য গোপন ষড়যন্ত্র চলছে বলেও জানায় উপস্থিত বক্তারা।

এএইচ