সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন থাকলে নির্বাচনসহ সব কিছু নিয়ে শঙ্কা থাকে: আবদুল আওয়াল মিন্টু

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আওয়াল মিন্টু
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আওয়াল মিন্টু | ছবি: এখন টিভি
1

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আওয়াল মিন্টু বলেন, যখনই সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন থাকে তখন নির্বাচনসহ সব কিছু নিয়ে শঙ্কা থাকে। ছাত্ররা কি করছে না করছে সেটা এক হিসেব। জাতীয় নির্বাচনের হিসেব আরেক। আজ (শুক্রবার, ১২ সেপ্টেম্বর) বিকালে ফেনী শিল্পকলা একাডেমিতে আলোকিত ফেনী বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন,‘জাতীয় নির্বাচনের সঙ্গে বিশ্বিবদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচনের ফলের কোনো সম্পর্ক নেই। বিএনপি একটি বৃহৎ গণতান্ত্রিক দল। এ দল দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্রে বিশ্বাস করে।’

আবদুল আওয়াল মিন্টু বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল নেই। দেশে এখনো যেকোনো মুহূর্তে মব তৈরি হচ্ছে। মানুষকে ধরে মেরে ফেলা হচ্ছে।’ তারেক রহমানের ফেরার বিষয়ে তিনি বলেন, ‘সময় হলেই তিনি ফিরবেন।’

তিনি আরও বলেন, ‘আমাদের দল যে খারাপ কিছু করে না তা আমি বলব না। অনেকেই দুষ্কর্ম করে আমাদের দলের ওপর চাপিয়ে দিচ্ছে। ইতোমধ্যে আমাদের দলের তিন থেকে চার হাজার নেতাকর্মীকে বহিষ্কার করেছি।’

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন দৈনিক দেশ রুপান্তরের সম্পাদক কামাল উদ্দিন সবুজ, ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম, পুলিশ সুপার হাবিবুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

ফেনী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক তায়বুল হকের সভাপতিত্বে সংগঠক ও শিক্ষক আশরাফুল হক আরমানের সঞ্চালনায় অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন। এ বৃত্তি পরীক্ষায় ১২'শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ৫ শতাধিক শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

এএইচ

আরও পড়ুন:
এই সম্পর্কিত অন্যান্য খবর
No Article Found!