‘পিআর পদ্ধতি ভুলে যান, ব্যালট নির্বাচন পদ্ধতির পথে আসেন’

বরিশালের আয়োজিত সমাবেশে বক্তব্য রাখছেন অ্যাডভোকেট জয়নুল আবেদিন
বরিশালের আয়োজিত সমাবেশে বক্তব্য রাখছেন অ্যাডভোকেট জয়নুল আবেদিন | ছবি: এখন টিভি
0

দেশের রাজনৈতিক দলগুলোকে পিআর পদ্ধতি ভুলে ব্যালট নির্বাচন পদ্ধতির পথে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন। আজ (সোমবার, ১ সেপ্টেম্বর) বরিশালের ফজলুল হক অ্যাভিনিউতে বিকেল ৫টায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে তিনি এ কথা জানান।

তিনি বলেন, ‘পিআর পদ্ধতি ভুলে যান। ব্যালট নির্বাচন পদ্ধতির পথে আসেন।’

অ্যাডভোকেট জয়নুল আবেদিন বলেন, ‘বাংলাদেশের মানুষ ভোট দিতে চায়। এখনও সময় আছে নির্বাচনের ব্যবস্থা করুন। দেশের জনগণ যদি জেগে ওঠে ফ্যাসিস্ট পালাতে পারে নি, নির্বাচন না দিয়ে আপনিও (ড. ইউনূসকে ইঙ্গিত করে) পালাতে পারবেন না।

আরও পড়ুন:

তিনি বলেন, ‘একটি দুটি দল আজকে নির্বাচনকে ভন্ডুল করার জন্য নিজেদের স্বার্থ মতো চেষ্টা করছেন। যত চেষ্টাই করেন না কেনো তারেক রহমানের সঙ্গে লন্ডনে বসে সরকার প্রধান ওয়াদা করে এসেছেন। আগামী রমজানের আগে দেশে নির্বাচন হবে।’

এতে সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। বক্তৃতা করেন মহানগরের আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুখ, সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার, জেলা দক্ষিণের সাধারণ সম্পাদক আবুল কালাম সাহীন প্রমুখ। সমাবেশ শেষে একটি র‍্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এএইচ