৫ আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানের পরই ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠনের গুঞ্জন শুরু হয়।
এরমধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দেয়া নাহিদ ইসলামসহ ৩ জন দায়িত্ব নেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে।
৬ মাস পরে দল গঠনের সিদ্ধান্ত যখন চূড়ান্তে, তখন বিভিন্ন গণমাধ্যমে খবর হয়েছে নাহিদ ইসলাম উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করবেন। নেতৃত্ব দেবেন নতুন রাজনৈতিক দলে। তবে, সোমবার ডিসি সম্মেলনে যোগদান শেষে নাহিদ ইসলাম জানালেন, অনুমান নির্ভর এমন সংবাদ প্রচার উচিত নয়।
তিনি স্পষ্ট করলেন, উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলে যোগ দেবেন কিনা তা আনুষ্ঠানিক ভাবে এ সপ্তাহের শেষ দিকে জানানোর কথা বলেন তিনি।
এদিন রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে অংশ নেন তিনি। সেখানে গুজবের ব্যাপারে ডিসিরা উদ্বেগ জানিয়েছেন বলে জানান তথ্য উপদেষ্টা। বলেন, সারাদেশের প্রেসক্লাবগুলোর কোন্দলের কারণে জেলা প্রশাসকরা সমস্যায় পড়ছে।