পাচার হওয়া টাকা দেশে ফেরানোর উদ্যোগ নিতে হবে: ইশরাক হোসেন

রাজনীতি
0

নারীদেরকে রেশন কার্ড দেয়াসহ দেশ থেকে পাচার হওয়ার সব টাকা দেশে ফেরাতে উদ্যোগ গ্রহণ করতে হবে। এ কথা বলেছেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

আজ (মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর যাত্রাবাড়ী থানা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজনে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালায় তিনি একথা বলেন।

এ সময় দলের নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির ৩১ দফা পাঠ করে শোনানো হয়। এর পাশাপাশি বিএনপি নেতাকর্মীদের ৩১ দফা জনমানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়ার আহ্বান জানানো হয়।

ইশরাক হোসেন বলেন, ‘একই সাথে দেশের স্বার্থে বিএনপি ৩১ দফা বাস্তবায়ন করবে।’

এছাড়াও কর্মশালায় ৩১ দফার শিক্ষা, স্বাস্থ্য, প্রবাসী ও আর্থিক খাত সংস্কার কীভাবে করা হবে সে বিষয়ে আলোচনা করেন দলের নেতারা।

এএম

এই সম্পর্কিত অন্যান্য খবর
No Article Found!