‘অন্তর্বর্তী সরকারের আমলে বিচারবহির্ভূত হত্যা সংঘটিত হলে জাতি হতাশ হবে’

রাজনীতি
0

অন্তর্বর্তী সরকারের আমলে বিচারবহির্ভূত হত্যা সংঘটিত হতে থাকলে জাতি হতাশ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

আজ (শনিবার, ১ ফেব্রুয়ারি) সকালে নয়াপল্টনে ‘ঠিকানা বাংলাদেশ’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় কুমিল্লায় সম্প্রতি যুবদল কর্মীর মৃত্যু প্রসঙ্গে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘শেখ হাসিনার আমলের মতো অন্তর্বর্তী সরকারের আমলে বিচারবহির্ভূত হত্যা সংঘটিত হতে থাকলে জাতি হতাশ হবে।’

প্রতিটি মন্ত্রণালয়ে যদি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটা করে কমিটি দেয় তাহলে রাষ্ট্রের কাঠামো এলোমেলো হয়ে যাবে এবং ব্যবসায়ীরা ছাত্রদের পেছনে টাকা নিয়ে ঘুরতে থাকবে বলেও জানান তিনি।

শেখ হাসিনা পতন মানতে পারছে না ভারত, তাই এখনো নানা ষড়যন্ত্রের মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে দেশটি। সকল ষড়যন্ত্র রুখে দিতে দেশের মানুষকে একতাবদ্ধ থাকার আহ্বানও জানান বিএনপির এই নেতা।

এএম