'অগ্রাধিকার ভিত্তিতে প্রত্যেকটি গণহত্যার বিচার করতে হবে'

এখন জনপদে
রাজনীতি
0

জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, অগ্রাধিকার ভিত্তিতে প্রত্যেকটি গণহত্যার বিচার করতে হবে। তিনি বলেন, 'প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায়।' আজ (বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি) জয়পুরহাট সার্কিট হাউজ মাঠে আয়োজিত কর্মী সম্মেলনে তিনি এ কথা বলেন।

জামায়াতের আমীর আরো বলেন, 'স্বাধীনতার ৫৪ বছরে দুর্নীতি ও দুঃশাসন এ দেশকে মাথা উঁচু করে দাঁড়াতে দেয়নি।'

এর আগে সকালে জামায়াতের আমির শফিকুর রহমান নারী কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন।

জয়পুরহাট সার্কিট হাউজ মাঠে জয়পুরহাটসহ বগুড়া, দিনাজপুর, সিরাজগঞ্জ জেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

ইএ