আজ (বুধবার, ২২ জানুয়ারি) গণমাধ্যমের কাছে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন একথা জানান।
তিনি বলেন, ‘গত ৮ জানুয়ারি থেকে বেগম জিয়া লন্ডন ক্লিনিকে ভর্তি আছেন। উনার সর্বশেষ যে রিপোর্টগুলো তার প্রফেসর জন প্যাট্রিক কেনেডির নেতৃত্বাধীন মেডিকেল বোর্ড পর্যালোচনা করেছে এবং পরবর্তীতে আরো কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য সিদ্ধান্ত হয়েছে। আগামী দুই একদিনের মধ্যে লন্ডনের আরো দুইজন চিকিৎসক উনাকে দেখবেন। তার চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রের জন হপকিন্স হসপিটালের মেডিকেল টিমের সদস্যরা লন্ডনের মেডিকেল বোর্ডের সভায় অংশগ্রহণ করেছিলেন।’
তারা এক ছাদের নিচে চিকিৎসা করাতে ওয়ান স্টপ সার্ভিসের কাজ করবেন বলেও জানান তিনি।