বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে সোমবার রাতে। বৈঠকে নেয়া সিদ্ধান্ত ও আলোচনা নিয়ে আজ (মঙ্গলবার, ১৪ জানুয়ারি) আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের।
সংবাদ সম্মেলনে শুরুতে চলতি বছরের মাঝামাঝি সময়ে নির্বাচন আয়োজন সম্ভব বলে জানান মির্জা ফখরুল। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন নয়।
বিএনপি মহাসচিব বলেন, ‘এ বছরের মাঝামাঝি সময়ে নির্বাচন আয়োজন সম্ভব।’ আর এজন্য অন্তর্বর্তী সরকারকে প্রস্তুতি নেয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচন বিলম্বিত করার কোনো কারণ নেই। বিলম্বের কারণে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট বাড়ছে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের প্রশ্নই আসে না।’
তিনি বলেন, ‘যুগপৎ আন্দোলনে যুক্ত সমমনা দলগুলো দ্রুত নির্বাচন আয়োজনের পক্ষে। জামায়েত স্বতন্ত্র চিন্তায় কথা বলবে- এটা স্বাভাবিক। তবে দ্রুত নির্বাচন আয়োজন নিয়ে তাদের সাথে খুব বেশি পার্থক্য নেই।’
রাজনৈতিক দল ক্ষমতায় আসলে বিচার হবে কীনা, এমন প্রশ্নের জবাবে বিএনপির শীর্ষ এ নেতা বলেন, ‘স্বৈরাচারের বিচার বিএনপির অগ্রাধিকার।’
মির্জা ফখরুল বলেন, ‘বিচার রাজনৈতিক সরকার আসলেও করবে। রাজনৈতিক দল ক্ষমতায় আসলে বিচার করবে না- এমন ধারণা ভুল। বিএনপি ও জামায়াতের ওপর সবচেয়ে বেশি নির্যাতন করা হয়েছে। বিএনপি ক্ষমতায় আসলে বিচার অগ্রাধিকার পাবে।’
তিনি বলেন, ‘বিএনপি জুলাই ঘোষণাপত্রের খসড়া পেয়েছে। আলোচনা করা হচ্ছে নিজেদের মধ্যে।’
ভারতের সঙ্গে থাকা চুক্তি জনসম্মুখে উন্মোচনের আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘ভারতের সাথে সকল চুক্তি জনসম্মুখে উন্মোচন করতে হবে। বাংলাদেশের বিরুদ্ধে যায়, এমন কোনো চুক্তি বাংলাদেশের মানুষ মেনে নেবে না।’