রাজনীতি
0

‘নির্বাচন বিলম্ব করার যেকোনো কৌশল জনগণ প্রত্যাখ্যান করবে’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচন বিলম্ব করার যেকোনো কৌশল জনগণ প্রত্যাখ্যান করবে। সেই সাথে সব পক্ষের সাথে আলোচনা করে নির্বাচনী রোডম্যাপ দেয়া জরুরি বলেও মন্তব্য করেছেন তিনি। আজ (রোববার, ৫ জানুয়ারি) দুই সপ্তাহ পর যুক্তরাজ্য সফর শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তিনি সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

নির্বাচনের সুনির্দিষ্ট রূপরেখা ঘোষণা দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, 'জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একসাথে চলতে পারে। নতুন রাজনৈতিক শক্তিকে স্বাগত জানায়, তবে সেটি যেন কিংস পার্টি টাইপ অর্থাৎ সরকার সহযোগিতায় না হয়ে সুষ্ঠু ধারার রাজনৈতিক প্রক্রিয়ায় হয়।'

তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপি তার দেশে ফেরার পরিবেশ সৃষ্টি করতে পারেনি এখনো। তবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান অল্প কিছু সময়ের মধ্যে অবশ্যই দেশে ফিরবেন।’

সংবিধান নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সংবিধান কখনো কবর দেয়া যায় না। পরিবর্তন, পরিবর্ধন বা সংশোধন হতে পারে।’

ইএ